নোটিশ
সভাপতির বাণী

বালীখাড়া আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়,কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ। বালীখাড়া গ্রামের অধিবাসী জনাব মোঃ শরিফুল হাসান ও এলাকার অন্যান্য সমাজ সেবক কতৃক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই নিম্ন মাধ্যমিক ফলাফলে কৃতিত্ব ও সাফল্যের স্বাক্ষর রেখে গতিশীল ভাবে এগিয়ে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মতিন খসরু মহোদয়ের নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে বুড়িচং ব্রাহ্মণপাড়ার পাঁচ বারের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্যারের আন্তরিক সহযোগিতায় এই বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান কমিটি সহ বিগত কমিটির নেতৃত্বে টিনের ঘর থেকে আজকের দৃষ্টি নন্দন আকর্ষণীয় ০৪ (চার) তলা ভবন নির্মাণে এই গুণী মানুষদের অবদান ছিল অপরিসীম। সকল রাজনৈতিক নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, স্থানীয় নেতৃবৃন্দ,উপজেলা ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিদ্যালয়কে পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় ও আকর্ষণীয় অট্টালিকা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা,মাননীয় শিক্ষা  উপদেষ্টা,উপজেলা প্রশাসন ও অন্যান্য স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দের সুপরামর্শ আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বিদ্যালয়ের গতিশীল কার্যক্রম ও পড়াশুনার মান উন্নয়নে সম্মানিত শিক্ষক মন্ডলী,অভিভাবক,সাধারন জনগণ,বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রশাসনিক কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপের নিমিত্তে সঠিক তথ্য সম্বলিত ওয়েবসাইট খুবই জরুরী। তাই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকমন্ডলীর সহযোগিতায় “বালীখাড়া আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় ’’ ওয়েবসাইট প্রকাশিত হলো। ইহাতে কোন ভুল ক্রটি হলে আমাদেরকে অবগত করার অনুরোধ করছি। আমি আশা করি এই ওয়েবসাইটের তথ্য সকল স্তরের জনগণ,অভিভাবক,ছাত্রছাত্রী ও প্রশাসনের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে সহযোগিতা করবে।

 

 

ধন্যবাদ ও কৃতজ্ঞতায়

মোঃ জসিম উদ্দীন ভূঁইয়া

সভাপতি